ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৭
মো: তুরজাউন , ক্যাম্পাস প্রতিনিধি
এখন মানুষের পাসাপাসি কাজ করবে রোবট এই কথা শোনার পরে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট এর ৩ জন শিক্ষার্থী (হৃদয়,কাওছার,ছাবি¦র) রোবট নিয়ে গবেষনা শুরু করে এবং দির্ঘ ৩.৫ মাস এর প্রচেষ্টায় একটি রোবট তৈরী করে। যার নাম দেন অটোমেটিক হাউস ক্লিনার এন্ড লাইফ সেফটি রোবট রোবট।
র্নিমাতা মো: হৃদয় হোসেন বলেন, যে এই রোবটটা কথা দেিয় নয়িন্ত্রন করা যায় যমেন আপনি যখন বলবেনে ”রোবট” তখন রোবটটা চলতে সুরু করবে আবার যখন বলবনে ”স্টপ” তখন রোবটটা দারেিয় পরবে এবং এটএিমন একটি রোবট যা স্বয়ংক্রয়িভাবে ঘর পরষ্কিার করবে এবং ঘর পরষ্কিার শেষে নিজেই দাড়িয়ে পড়বে। বাড়িতে আগুন ধরলে বা কোন গ্যাস লিক হলে স্বয়ংক্রয়িভাবে একটা সিগন্যাল দিবে এবং নিজেই পানি দেিয় আগুন নভিেিয় দিবে। এটা রাত হলে নজিয়ে বাড়রি লাইট জ্বালাবে।এই রোবটটা বাড়িতে থাকলে মসা বা মাছি রুমে প্রবশে করতে পারবে না। এই রোবট মোবাই চুররি হাত থেকে বাঁচাবে।এই রোবট রুম এর তাপমাত্রা পরিমাপ করে রুমরে ফ্যান, এসি নয়িন্ত্রন করবে। রোবটটা সৌরশক্তি দ্বারা র্চাজ হয়। রোবট এ ব্যবহৃত সৌরপ্যানলে র্সূয কট্র্যোক করে ঘুরতে থাক।ে এছারা রোবটটা নজিরে চলার সময় অন্ধকার পেলে নিজেয় তার চলাচলরে জন্য লাইট জ্বালেিয় নিবে। রোবটটা নয়িন্ত্রন করার জন্য কোন রিমোট বা অন্য কোন ডিভাইস লাগবে না ও নিজে নিজেকে নিয়ন্ত্রন করে থাকে। আর রোবটটার নজিরে রক্ষা করার জন্যর য়ে নজিস্বি অনকে সিস্টেম। রোবটটা
বাসা বাড়ি ছারা হাসপাতাল ও কলকারখানাতে বাব্যহার করলে অর্থনেতিক ভাবে অনেক লাভবান হবে । এছারাও রোবটটা স্কিল কম্পিটিশন ২০১৭ তে ঝিনাইদহ এর ৩১ টি প্রকোল্প এর ভিতর ১ম স্থান আধিকার করেন। এবং ১-১২-২০১৭ তারিখে আঞলিক স্কিল কম্পিটিশন যোশর পলিটেকনিক ইন্সটিটিউট এ ১৩ টি পলিটেকনিক এর ৩৯ টি প্রকোল্প এর সাথে অংশগ্রহন করে এ কম্পিটিশনে ৫তম স্থান অধিকার হয়।
এছারা ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট এর ইলেকট্রনিক্স টেকনোলজির বিভাগিয় প্রধান আলহাজ মো: রবিউল ইসলাম বলেন, যে ডিজিট্যাল বাংলাদেশ তৈরি করার জন্য মানুষের পাসাপাসি কাজে লাগাতে হবে রোবট আর তার কারন হলো রোবট মানুষের চেয়ে অনেক কম সময়ে, বেশি নিরভুল ভাবে কাজ করতে পারে ।
Design and developed by zahidit.com