কোটচাঁদপুর থেকে অাবারও শিক্ষার্থী অপহরণ

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৭

কোটচাঁদপুর থেকে অাবারও শিক্ষার্থী অপহরণ

কোটচাঁদপুর প্রতিনিধিঃ কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রাম থেকে এবার এক মাদ্রাসা ছাত্র অপহরণ হয়েছে। জানা যায়, গত বুধবার দিবাগত রাতে একটি সাদা মাইক্রোবাসে করে অানুমানিক রাত ১১ টার দিকে ৭-৮ জন সাদা পোশাকধারী লোক প্রশাসন হিসাবে পরিচয় দিয়ে মাসুম বিল্লাহ(১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করেছে।

 

মাসুম বিল্লাহর চাচা অাবুল কালাম জানান, তারা বাড়ির সামনে এসে মাসুম বিল্লাহ বাড়ি খোঁজ করে। অামি তাদের জিঞ্জাসা করলে তারা বলে যে একটা কেসের জন্য তাকে জিঞ্জাসাবাদের জন্য দুই-এক দিনের জন্য নিয়ে যাব অার অামরা প্রশাসনের লোক। তিনি জানান যে, হরিন্দিয়া গ্রামের অামিনুল ইসলামের পুত্র এবং একই গ্রামের হাজী অালতাফ হোসেন অালীম মাদ্রাসার অালেম প্রথম বর্ষের ছাত্র। সে বাড়ীতে এই সময় ঘুমিয়ে ছিল। মাসুম বিল্লাহ ঘর থেকে বেরিয়ে অাসলে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং বলে যে দুই-এক দিন জিঞ্জাসাবাদ শেষে তাকে ফিরিয়ে দিয়ে যাব।

 

বৃহস্পতিবার সকালে তার চাচা সহ বাড়ীর লোকজন তার খোঁজ করতে থানায় অাসলে তার কোনো খোঁজ খবর পাই না এবং বিভিন্ন স্থানে খোঁজ খবর করে কিন্তু তার কোনো হাদিস পাই নাই। এতে তারা খুবই হতাশা গ্রস্থ হয় এবং তার খোঁজ করতে থাকে বিভিন্ন ভাবে।

 

কোটচাঁদপুর থানার অফিসার ইনর্চাজ বিপ্লব কুমার সাহা বলেন এই ঘটনার অাগে বা পরে এই ব্যাপারে কেউ পুলিশকে জানায়নি।

 

উল্লেখ- গত ১২ই অক্টোবর মাসুম বিল্লাহ চাচাত ভাই মাকছুদুর রহমান ওরেফে মাসুদ রানা (২৪) কোটচাঁদপুর সরকারী কে,এম,এইচ কলেজের অর্নাস ৩য় বর্ষের ছাত্রকে গ্রামীণফোনের টাওয়ার বসানোর জায়গা দেখার জন্য একটি গ্রামীনফোনের স্ট্রিকার লাগানো মাইক্রোবসে করে বিকালবেলায় অাপহরণ করে নিয়ে যায়। সে মোমিনুল ইসলামের মেজ ছেলে। তার এখনও কোনো খোঁজ পায়নি তার পরিবার। এই ব্যাপারে দুই দিন পরে একটি অপহরণ মামলা হয় কোটচাঁদপুর থানায়।

এ সংক্রান্ত আরও সংবাদ