ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৭
ঝিনাইদহের শৈলকুপার গোয়ালবাড়িয়া গ্রামে সোহাগী (২৪) নামে এক বধুকে স্বামি কর্তৃক গলায় ফাস দিয়ে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ১ টার দিকে সোহাগীর বাবার বাড়ি থেকে লাশ উদ্ধার করে শৈলকুপা থানা পুলিশ।
এঘটনায় স্বামি উজ্জল পালাতক থাকলেও তার ছোট ভাই আজিজকে আটক করা হয়েছে। এ ঘটনায় সোহাগীর বাবা গোলাম মোস্তফা বাদী শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইজাহার সুত্রে জানা যায়, ৭ বছর আগে শৈলকুপা থানার নিত্যানন্দপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামের কাওসার আলীর ছেলের সাথে, উপজেলার উমেদপুর ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সোহাগীর বিয়ে হয়।
তাদের ঘর আলো করতে একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে ইতিমধ্যে। কিন্ত স্বামি এবং তার বাড়ির লোকেরা যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে নির্যার্তন করত সোহাগীর উপর । মেয়ের নির্যাতন বন্ধ করতে বিভিন্ন সময়ে টাকা দিয়েছেন বলে ইজাহারে উল্লেখ করা হয়েছে। ৬ মাস আগে দিশা নামক এনজিওতে চাকরী নেয় সোহাগী, নির্যাতনের ভয়ে বাবার বাড়িতে থাকলেও স্বামি কয়েকবার গ্রাম্য সালিশের মাধ্যমে নিয়ে এসেছে। ঘটনার আগের দিন উজ্জল শশুর বাড়িতে যায়, এবং রাতের খাবার সেরে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমায়, এরপর রাত তিনটার দিকে বাচ্চা ছেলেটির কান্নায় বাড়ির লোকের ঘুম ভাঙ্গলে দেখে সোহাগীর লাশ ডাবে ঝুলছে, জামায় নিখোজ!
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে, মেয়ের বাবা বাদি হয়ে অভিযোগ দিয়েছেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Design and developed by zahidit.com