ঢাবির জহুরুল হক হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক শৈলকূপার সোহান

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭

ঢাবির জহুরুল হক হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক শৈলকূপার সোহান

ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার দুপুরে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

 

গত বছর ১৩ ডিসেম্বর সোহানুর রহমান সোহানকে সভাপতি ও আসিফ তালুকদারকে সাধারণ সম্পাদক করে জহুরুল হক হল শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আর এই কমিটিতে দপ্তর সম্পাদক এর দায়িত্ব দেয়া হয়েছে নৃ-বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মো: সোহানুর রহমান সোহানকে।

 

দপ্তর সম্পাদকের দায়িত্ব পাবার পর সোহান বলেন, একটি আওয়ামীলীগ পরিবারে জন্ম আমার। জন্মের পর থেকেই বাবার মুখে বঙ্গবন্ধুর নাম শুনে বড় হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আজীবন ছাত্রলীগ তথা আওয়ামীলীগের জন্য কাজ করে যেতে চাই।

সোহানকে হল কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে স্থান দেয়ায় বিশ্ববিদ্যালয় এর সভাপতি, সাধারন সম্পাদক এবং হলের সভাপতি, সাধারণ সম্পাদক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং পদপ্রাপ্ত সকলকে শুভেচ্ছা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ