শৈলকুপায় জমি দখলের চেষ্টা,গভীর রাতে অগ্নিসংযোগ

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭

শৈলকুপায় জমি দখলের চেষ্টা,গভীর রাতে অগ্নিসংযোগ

রাজীব মাহমুদ টিপু,শৈলকুপা:
ঝিনাইদহের শৈলকুপায় আবাইপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে অগ্নিসংযোগ করে দুটি দোকান ভস্মিভূত করা হয়েছে। ঘটনা তদন্ত ও শৈলকুপা থানায় এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।

 

লক্ষণদিয়া গ্রামের মিষ্টি ব্যবসায়ী জীবন কুমার কুন্ডু জানান, ১ বছর ৪ মাস আগে একই গ্রামের বাহারুলের ছেলে মনোয়ার হোসেন মনো তার পৈত্রিক জমির মেহগনির গাছ কেটে জবরদখল করে রাস্তা সংলগ্ন একটি গ্রাম্য চা ও মুদি দোকান তৈরি করে। একাধিকবার দোকান সরানোর চেষ্টা করলেও মনো প্রভাব খাটিয়ে দোকান না সরিয়ে বরং ওই জমিতে ইউনুছ আলী নামে আরো একজনকে দোকান গড়ে তুলতে সাহায্য করে।

 

গ্রামের এ দুটি মুদি দোকানের পাশাপাশি চা বিক্রি করায় নিয়মিত লোকজনের আনাগোনা বাড়তে থাকে। সুযোগ বুঝে অবৈধ দোকানীরা প্রভাব খাটিয়ে স্থানীয় মাস্তান দিয়ে জমির মালিককে ভয়ভীতি দেখিয়েছে বলে একাধিক ব্যক্তি জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ