ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭
রাজীব মাহমুদ টিপু,শৈলকুপা:
ঝিনাইদহের শৈলকুপায় আবাইপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে অগ্নিসংযোগ করে দুটি দোকান ভস্মিভূত করা হয়েছে। ঘটনা তদন্ত ও শৈলকুপা থানায় এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।
লক্ষণদিয়া গ্রামের মিষ্টি ব্যবসায়ী জীবন কুমার কুন্ডু জানান, ১ বছর ৪ মাস আগে একই গ্রামের বাহারুলের ছেলে মনোয়ার হোসেন মনো তার পৈত্রিক জমির মেহগনির গাছ কেটে জবরদখল করে রাস্তা সংলগ্ন একটি গ্রাম্য চা ও মুদি দোকান তৈরি করে। একাধিকবার দোকান সরানোর চেষ্টা করলেও মনো প্রভাব খাটিয়ে দোকান না সরিয়ে বরং ওই জমিতে ইউনুছ আলী নামে আরো একজনকে দোকান গড়ে তুলতে সাহায্য করে।
গ্রামের এ দুটি মুদি দোকানের পাশাপাশি চা বিক্রি করায় নিয়মিত লোকজনের আনাগোনা বাড়তে থাকে। সুযোগ বুঝে অবৈধ দোকানীরা প্রভাব খাটিয়ে স্থানীয় মাস্তান দিয়ে জমির মালিককে ভয়ভীতি দেখিয়েছে বলে একাধিক ব্যক্তি জানিয়েছেন।
Design and developed by zahidit.com