ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭
সাদ্দাম হোসেন,
ঝিনাইদহ, ১৩.১১.১৭ :
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের ওপেন হাউজ ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শৈলকুপা থানা পুলিশের আয়োজনে সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে থানা চত্তরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপত্তিত্ব করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন। এসময় উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা উসমান গনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, পুলিশ কর্মকর্তা, কমিউনিটি পুলিশের সদস্য সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশের সাথে জনগনকে সম্পৃক্ত করণের ফলে সন্ত্রাস প্রবণতা, মাদকের যথেচ্ছা ব্যবহার কমে এসেছে। এরকম খারাপ কাজকে চিরতরে প্রতিহত করতে সকল পর্যায়ের মানুষকে আরো এগিয়ে আসতে হবে।
এছাড়াও রাতে অনুষ্ঠিত হয় বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
Design and developed by zahidit.com