ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শৈলকুপার কবিরপুর-মোড় হাসপাতাল গেটের সম্মুখস্হ রাস্তার ধারে অবৈধভাবে বাজার দখলে মাছ বিক্রি করে। তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ২ জনকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
তিনি আরো জানান, এখন থেকে নিয়মিতভাবে নতুন বাজারে মাছ বিক্রিয় করতে বসতে হবে এবং কোন অসুবিধা হলে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে দেখা করে জানাতে বলেন।
Design and developed by zahidit.com