ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখ পাড়া থেকে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াসিন মোল্লা (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
ঝিনাইদহ ব্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার এ এসপি গোলাম মোর্শেদ জানান, শুক্রবার দুপুরে আমার নেতৃত্বে একটি চৌকস দল টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার হইতে শ্রীরামপুরগামী ক্যানেলের পাড়ের কাঁচা রাস্তার উপর গোলাম আলী মোল্লার চা স্টলের সামনে থেকে মাদক ব্যবসায়ী ইলিয়াছ মোল্লাকে ৬৪০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রি করা ৪ হাজার ৬ শত ৬০ টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিন মোল্লা শৈলকূপা উপজেলার শেখপাড়া গ্রামের মতলব মোল্লার ছেলে। পরবর্তীতে উদ্ধার করা ৬৪০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয় করা ৪,৬৬০ টাকা শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়। তার নামে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৯ (খ) ধারায় মামলা করা হয়।
Design and developed by zahidit.com