শৈলকুপায় ছাত্রলীগের আনন্দ র‌্যালী

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭

শৈলকুপায় ছাত্রলীগের আনন্দ র‌্যালী

ঝিনাইদহ :
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি প্রাপ্তিতে ঝিনাইদহের শৈলকুপায় আনন্দ র‌্যালী করেছেন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ।
সোমবার সকালে আনন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক তানভীর পারভেজ রুবেল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক মোস্তফা অরিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মিরাজ হোসেন ও সাধারণ সম্পাদক স্বজল হোসেন প্রমুখ।
র‌্যালী শেষে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ