ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭
ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়ীয়া এলাকার কুখ্যাক মাদক ব্যবসায়ী ও ইয়াবা সম্রাট তালুককে ৫১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদক মামলাসহ ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ । সে খুলুমবাড়ীয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সাড়ে ১১টার দিকে মাদক ব্যবসায়ী তালুক খুলুমবাড়ীয়া এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুজ্জামান হাজরা,এ এস আই আজাদ,এ এস আই সঞ্জয় সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ এলাকায় অভিযান চালায়। এসময় ৫১ পিচ ইয়াবাসহ হাতে নাতে মাদক সম্রাট তালুককে গ্রেফতার করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৫১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তালুককে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। তিনি আরো জানান,তালকের বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ধদিন যাবৎ খুলুমবাড়ীয়াসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে বেশ কয়েকবার এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ হলেও সে ধরা ছোয়ার বাইরে ছিলো। অবশেষে নবাগত ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হলো।
Design and developed by zahidit.com