রাজীব মাহমুদ টিপু,শৈলকুপা থেকেঃ
ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ নভেম্বর ২০১৭ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টায় শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার বাবর, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান মিঞা, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রবীন সাংবাদিক বিমল কুমার সাহা, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা, সাধারণ সম্পাদক শিহাব মল্লিক প্রমুখ।
আলোচনা সভা শেষে বাচ্চাদের কৃমির ট্যাবলেট খাওয়ায়ে অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়।