শৈলকুপায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭

শৈলকুপায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত
রাজীব মাহমুদ টিপু,শৈলকুপা:
ঝিনাইদহের শৈলকুপায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রহমত আলী মন্টু, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা ভ্যান-রিক্সা সমবায় সমিতির উপদেষ্টা, কেন্দ্রীয় সমবায় সমিতির শৈলকুপা উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা প্রমুখ।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীবৃন্দ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক আবু আরিফ রেজা।

এ সংক্রান্ত আরও সংবাদ