ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৭
রাজীব মাহমুদ টিপু,শৈলকুপা থেকে:
‘যুবদের জাগরণ,বাংলাদেশের উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শৈলকুপা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শৈলকুপায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ওসমান গণির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি,শৈলকুপা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও শৈলকুপা প্রেসক্লবের সভাপতি এম হাসান মুসা প্রমুখ।
অনুষ্ঠানে ৪ প্রশিক্ষণার্থীর মাঝে প্রায় ২লাখ টাকার যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
Design and developed by zahidit.com