ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির ডাকে অর্ধ দিবস হরতাল মাঠে নেই নেতা-কর্মীর্॥া জনজীবন স্বাভাবিক

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৭

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির ডাকে অর্ধ দিবস হরতাল মাঠে নেই নেতা-কর্মীর্॥া জনজীবন স্বাভাবিক

ঝিনাইদহ, ৩১ অক্টোবর-
ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির ডাকে আজ অর্ধদিবস হরতাল পালিত হ”েছ। তবে হরতাল ডাকলেও মাঠে নেই দলটির নেতা-কর্মীরা। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ আব্দুল ওহাবের বিরুদ্ধে গতকাল দুদকের মামলায় ৮ বছরের সাজা ও গ্রেফতারের প্রতিবাদে শৈলকুপা উপজেলা বিএনপি এ হরতালের ডাক দেয়।
সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালে শহর ও এলাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। সড়ক-মহাসড়কে যানবাহন চলছে। বেলা বাড়ার সাথে সাথে কর্মজীবি মানুষদের অফিস-আদালতে যেতে দেখা গেছে।
এদিকে হরতালের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় ¯’ানীয় আওয়ামীলীগ নেতা-কর্মী মিছিল বের করে। তবে হরতালে মাঠে দেখা যায়নি বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের। কোন ধরনের মিছিল, পিকেটিং ও চোখে পড়েনি।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৪ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয়, যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল ওহাবের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন। পরে ২০০৯ সালের ৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাছির উদ্দিন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোরের বিশেষ জেলা জজ নিতাই চন্দ্র সাহার আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার এ রায় ঘোষণা করেন।