ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭
রাজীব মাহমুদ টিপু, শৈলকুপা থেকে :
ঝিনাইদহ জেলা বিতর্ক উৎসব-২০১৭ এর অংশ হিসেবে শৈলকুপা উপজেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শৈলকুপা সরকারি কলেজ ক্যাম্পাসে দিনব্যাপি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শৈলকুপা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান ও ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসান। প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে উপজেলা চ্যাম্পিয়ন হয় বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Design and developed by zahidit.com