৩ সন্তানের মা ক্যান্সার অাক্রান্ত

প্রকাশিত: ৪:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭

৩ সন্তানের মা ক্যান্সার অাক্রান্ত

কোটচাঁদপুর:  ব্যয় বহুল চিকিৎকসা গৃহবধূ তানিয়া বেগমের দায়িত্ব কে নিবে??? বারংবার কান্নাজড়িত কন্ঠে বললেন তানিয়া বেগম কোটচাঁদপুর উপজেলার চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোছাঃ নাজমা খাতুন এর নিকট!!!

তানিয়া বেগম (৩৭)। ৩ সন্তানের জননী। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামে পৈতিক ভিটা। একই গ্রামে স্বামীর ভিটা। দুর্ভোগ অার দুর্ভোগের শিকার হররোজ তানিয়া বেগমের । বাবা মগরব যেমন অভাবী সংসারে বেড়ে উঠেছেন অপরদিকে চিরসুখী ও শান্তির ঠিকানা স্বামী দুখে নামক অাপনজনের ঠিকানায় ও অভাব পিছু ছাড়ি নি। পিতার পৈতিক ভিটা তো অাছে কিন্তু স্বামীর সেটুকু ও নাই। দিনমজুর দুখে মন্ডল অসৃস্হ স্বামী অার পরের বাড়ী ঝি এর কাজ করতো তানিয়া বেগম। যেখানে নিজস্ব কোন অাশ্রয় স্হল নাই।

ওই গ্রামের একজনের বাড়ীতে কাজ করে দুবার কারনে দয়া করে তাঁর দেওয়া ছোট্র কুঁড়েঘরে বসাবস। সংসার অভাব থাকলেও তানিয়া বেগমের স্বামী সংসারে অানন্দের কমতি ছিল না। স্বামী সংসারে তাঁর বিবাহিত জীবনে ৩ সন্তানের হাঁসিমাখা মা জননী তানিয়া বেগম। হঠাৎ অসুস্হ হলে তানিয়া বেগম স্হানীয় ডাক্তারের স্মরনাপন্ন হলে ডাক্তাররা জানিয়েছেন তানিয়া বেগমের ঘাতকব্যাধি ক্যান্সারে অাক্রান্ত।খবর শুনে উভয়ে পরিবারে অমাবস্যার ঘোর অন্ধকারে পরিবারের একমাএ উপার্জনক্ষম তানিয়া বেগম কে নিয়ে। তাঁর চিকিৎকসার জন্য ৩/৪ লাখ টাকার প্রয়োজন। কে দিবেন তানিয়া কে চিকিৎকসা জন্য এত টাকা??? যেখানে নিত্যদিন দু’মুঠো ভাতার জন্য হররোজ লড়াই! সেখানে চিকিৎকসা ব্যয়ভার অাকাশকুসুম! ও দিকে ৩ সন্তানের জননী তানিয়া বেগম তাঁর সন্তান ও স্বামী নিয়ে এই পৃথিবীতে বাঁচতে চাই।

সমাজের বিত্তবানদের তানিয়া বেগমের চিকিৎকসা জন্য সাহায্যর হাত বাড়ানোর জন্য সবিনয় অনুরোধ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ