ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা নামক স্থানে ট্রাক চাপায় আনন্দ কুমার বিশ^াস (৪২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় ধর্মেন্দ্র নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের বাদামতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের নিরাপদ বিশ^াসের ছেলে এবং আহত ব্যক্তি একই উপজেলার আশবা গ্রামের চৈতন্য বিশ^াসের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় হতাহতরা মাগুরা থেকে মোটর সাইকেল যোগে চুয়াডাঙ্গা যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে দুটি ট্রাকের ওভারটেকিং করার সময় ধাক্কা লেগে একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে দুইজনই গুরুতর আহত হয়। পরে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। গুরুতর আহত অন্যজন চিকিৎসাধীন আছেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ছোহা ইসরাইল বলেন, হাসপাতালে আসার আগেই একজন মারা গেছেন। অন্যজন চিকিৎসাধীন আছেন।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছানোর আগে দুই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Design and developed by zahidit.com