ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।
পরে সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করের জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, বুদ্ধিজীবী হত্যাকারী যারা এখনও বিচারের আওতায় আসেনি তাদের চিহ্নিত করে শাস্তির দাবী জানান।