ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২
বিশেষ প্রতিনিধি॥
“বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ এক সূত্রে গাথা” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
এ উপলক্ষে এক উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের পক্ষ থেকে অর্ধ শতাধিক বিজ্ঞান বিষয় স্টল দেয়া হয়েছে।
Design and developed by zahidit.com