মহেশপুরে চা দোকানীকে হত্যা

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২১

মহেশপুরে চা দোকানীকে হত্যা

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পৌরসভা এলাকায় ইনানুর রহমান (৪০) নামের এক চা দোকানীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল ৮ টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইনানুর রহমান উপজেলার বাজিপোতা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
মহেশপুর পৌরসভার কাউন্সিলর মিন্টু হোসেন জানান, পৌরসভার কুলতলা বাজারে ইনানুরের একটি চারে দোকান আছে। রাতে দোকানে সে ঘুমিয়ে ছিল। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর সাথে যারা জড়িত তাদের খুজে বের করতে কার্যক্রম শুরু হয়েছে।