ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২১
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার ভোরে উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
দুপুরে খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকজন বাংলাদেশী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। সেসময় কানাইডাংগা গ্রাম থেকে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি গোপালগঞ্জ, যশোর, বাগেরহাট, টাঙ্গাইল, নড়াইল ও গাইবান্ধা জেলার বিভিন্ন গ্রামে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে।
Design and developed by zahidit.com