ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১
নয়ন খন্দকার॥
মদের মধ্যে ঘুমের ওষুধ খাওয়ায়ে ইজিবাইক চালক ইকরামুল ইসলাম (২৬) কে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর ৮ দিন সে নিখোঁজ ছিল। ইকরামুল ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে। গত ১৯ অক্টোবর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের একটি ধান ক্ষেতের পাশ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। মামলা দায়ের পর পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে। এছাড়া হত্যাকাজে ব্যবহৃত ছুরি ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ইজিবাইক চালক হত্যা মামলাটি ছিল ক্লুলেস। এ ঘটনায় ১৯ অক্টোবর থানায় ইকরামুলের ভাই রবিউল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্য প্রযুুক্তি ব্যবহার করে তিনদিনের মধ্যে হত্যার সাথে জড়িত ৬ আসামিকে ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা ও কালীগঞ্জ থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হচ্ছে, তানভিরুল ইসলাম নাঈম (২৩)। সে পীর গোপালপুর গ্রামের মৃত মসলেম উদ্দীন মোল্লার ছেলে। তাকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজার থেকে আটক করা হয়। সে মামলার ১নং আসামি। মামলার ২নং আসামি শামীম হোসেন (২৪) কে ঝিনাইদহ বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে ঝিনাইদহ সদর থানার চাঁন্দেরপোল গ্রামের মৃত আব্দুল বারেক বিশ্বাসের ছেলে। মালমলার ৩য় আসামি রাশেদ আলী (২৬) কে কুষ্টিয়া সদর থানাধীন মিলপাড়া রেলগেট থেকে গ্রেপ্তার করা হয়। সেও ঝিনাইদহ সদর থানার চাঁন্দেরপোল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। মামলার ৪নং আসামি বাপ্পি হোসেন (২৬) গ্রেপ্তার করা মাগুরা জেলার শালিখা উপজেলার দক্ষিন ছান্দড়া গ্রাম থেকে। সে ওই গ্রামের আরুজ আলী মন্ডলের ছেলে। মামলার ৫ম আসামি সাগর মোল্লা ওরফে সৈকত (৩১)কে গ্রেপ্তার করা হয় মাগুরার শালিখা বাজার থেকে। সে শালিখা উপজেলা কাতলী গ্রামের মৃত ইউনুচ আলী ছেলে। মামলার ৬ নং আসামি জাকির হোসেন (২৭) কে গ্রেপ্তার করা হয় কালীগঞ্জ রেলগেট থেকে। সে কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের আব্দুল আাজিজের ছেলে।
ওসি আরো জানান, পুজা দেখার কথা বলে তারা ইকরামুলের ইজিবাইক ভাড়া নেয় এবং বিভিনন জায়গা থেকে আসামিরা ইজিবাইকে উঠে। অভিযানের সময় আসামি গ্রেপ্তারের পাশাপাশি আলামত হিসেবে ভিকটিমের ইজিবাইক ও হত্যা কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, ৬০ হাজার টাকায় ইজিবাইকটি বিক্রি করা হয়েছিল। গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design and developed by zahidit.com