মহেশপুর সীমান্ত থেকে ৭ জন আটক

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২১

মহেশপুর সীমান্ত থেকে ৭ জন আটক

ঝিনাইদহ সংবাদ ডেস্ক-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে ৬ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার ভোরে মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- খুলানা সোনাডাংগা মডেল থানার নবীনগর গ্রামের মৃত সিকান্দার মোল্লার ছেলে সালাম মোল্লা (৪৫) ও আলমগীর মোল্লা (২৭), একই এলাকার আলম মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৫), মাগুরার শালিকা উপজেলার হাটবাড়ীয়া গ্রামের কুমারেশ শীলের ছেলে দিপংকর শীল (২৮), মৃত সুধীর শীলের ছেলে রনজিৎ শীল এবং মৃত সম্বো শীল’র ছলে রানা শীল (২৭)।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে কিছু ব্যক্তির প্রবেশের খবরে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় খোসালপুর সীমান্তের ছলেমানপুর গ্রাম থেকে ওই ৬ জনকে আটক করা হয়।
এ ঘটনায় ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের আসামীদের সোপর্দ করা হয়েছে।