ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১
বিশেষ প্রতিনিধি
অসহায় মোমেনা (৭০) বেগম এখন হাসপাতালে। রোববার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মোমেনা বেগমকে তার খুপড়ি ঘর থেকে বের করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দীর্ঘদিন জ্বরে ভোগায় শারীরিকভাবে দূর্বল মোমেনা বেগম হাপাতালের অভিজ্ঞ ডাক্তারদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
গতকাল রাতে সাংবাদিক আনিচুর রহমান মিঠু মালিতা অসহায় মোমেনা বেগমকে নিয়ে তার ফেসবুক ওয়ালে একটি আবেগঘন স্ট্যাটাস দেন, যেটি অনেকের নজরে আসে। রোববার সকালেই মোমেনা বেগমের পাশে দাঁড়ান কালীগঞ্জ ফায়ার সার্ভিস, কর্মরত সাংবাদিক, এনজিও কর্মীসহ অনেকে।
সাংবাদিক মিঠুমালিতা বলেন, শনিবার রাতে ফটো সাংবাদিক শাহিনুর রহমান পিন্টুর ফেসবুক ওয়ালে মোমেনা বেগমকে নিয়ে দেয়া পোস্টটি তার নজরে আসে। এরপর রাত সাড়ে আটটায় আমি শহরের নতুন বাজারস্থ তার খুপড়ি ঘরে যাই। কথা বলে জানতে পারি তিনি প্রায় ২০ বছর আগে সাতক্ষীরা অঞ্চল থেকে কালীগঞ্জে আসেন। এখানে তার আপনজন বলতে কেউ নেই। ১০দিন যাবৎ জ্বর নিয়ে অনেকটা না খেয়েই ঘরে পড়ে আছেন। করোনা সন্দেহে তেমন কেউ এগিয়ে আসেননি। রবিবার সকালে আমি আবারও তার ঘরে যাই, হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে তিনি যেতে অস্বীকৃতি জানান। পরে কালীগঞ্জের কর্মরত সাংবাদিক, এনজিও কর্মি ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে রোববার বেলা দেড়টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, মোমেনা বেগমের বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরে আমরা দ্রুতই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করি।
এব্যাপারে হাসপাতালে কর্মরত ডাক্তার ইফতেখারুল আলম শুভ জানান, মোমেনা বেগমের গায়ে বেশ জ্বর। তিনি বেশ দূর্বল ও মানষিকভাবে বিপর্যস্থ অবস্থায় আছেন। তিনি আমাদের নিবিড় তত্ত্বাবধানে আছেন।
Design and developed by zahidit.com