মহেশপুর সীমান্তবর্তী এলাকায় চলছে লকডাউন ও বিধিনিষেধ, জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২১

মহেশপুর সীমান্তবর্তী এলাকায় চলছে লকডাউন ও বিধিনিষেধ, জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী বাউলী গ্রামে চলছে ৭ দিনের লকডাউন। সেই সাথে সীমান্তবর্তী ৬ টি ইউনিয়নে রাতে চলাচলের উপরও বিধিনিষেধ।
সকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল বাউলী গ্রাম পরিদর্শনে যান। সেখানকার বাসিন্দাদের কঠোর লকডাউন মেনে চলাচল ও জরুরী কাজে বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নিদের্শ দেন। একই সাথে সীমান্তবর্তী ৬টি ইউনিয়নের মানুষকে রাত ৮ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত চলাচল না করতে অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল বলেন, গ্রামটি থেকে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া ও বাইরে থেকে গ্রামটিতে প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গ্রামটি প্রশাসনিক নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও উপজেলার সীমান্তবর্তী ৬টি ইউনিয়নের মানুষকে রাত ৮ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত বাইরে চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ নিদের্শ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনুনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লকডাউন কার্যকরে প্রশাসন নিয়মিত নজরদারী করছে।
এদিকে গত ২৪ ঘন্টায় ৬৯ টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা পজেটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ৯’শ ৪১ জন।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: তালাস তাসনিম শুভ জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় করোনা সংক্রমনের হার ২১ %। বর্তমানে সদর হাসপাতাল করোনা ইউনিটে ভর্তি আছেন ১১ জন। গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। মোট মৃত্যুর সংখ্যা ৫৬ জন।