মহেশপুর সীমান্তের বাওলী গ্রাম লকডাউন ॥ সীমান্তবর্তী ৬ টি ইউনিয়নে রাতে চলাচলে বিধিনিষেধ আরোপ

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২১

মহেশপুর সীমান্তের বাওলী গ্রাম লকডাউন ॥ সীমান্তবর্তী ৬ টি ইউনিয়নে রাতে চলাচলে বিধিনিষেধ আরোপ

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মহেশপুর উপজেলা সীমান্তবর্তী বাওলী গ্রাম লকডাউন করেছে প্রশাসন। এছাড়াও উপজেলার সীমান্তবর্র্তী ৬টি ইউনিয়নে চলাচলে বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত হয়েছে। বৃহষ্পতিবার জেলা করোনা প্রতিরোধে কমিটির বিশেষ সভায় এ সিদ্ধন্ত গ্রহন করা হয়েছে। ইউনিয়ন গুলো হলো-স্বরূপপুর, নেপা, কাজীরবেড়, শ্যামকুড়, বাঁবাড়িয়া ও যাদবপুর।
জেলা প্রশাসক মজিবর রহমান জানান, সীমান্ত এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিয়ন গুলোতে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত মানুষ চলাচল বন্ধ থাকবে। বিধি নিষেধ অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় দোকান পাট বন্ধ থাকবে। অবৈধ ভাবে সীমান্ত পারাপার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
সভায় বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারতে করোনা সংক্রমণ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া এবং মহেশপুর সীমান্ত এলাকায় যাতে সংক্রমণ না ছড়ায় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।