ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২১
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরে নামাজ আদায় করেছেন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামের ৬০ জন মুসল্লী।
বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের চটকাবাড়িয়া ঈদগাপাড়া জামে মসজিদে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।
দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে হরিণাকুন্ডু উপজেলার চিথলীপাড়া, ভালকী, বৈঠাপড়া, ফলসিসহ কয়েকটি গ্রামের মানুষ ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে আসছেন।
মাওলানা রেজাউল ইসলাম জানান, সৌদি আরবের সাথে মিল রেখে তারা নামাজ আদায় করলেন। তাদের পরিবারগুলোতেও ঈদ উদযাপিত হচ্ছে। অনেক বছর ধরে সৌদি আরবকে অনুসরণ করে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে থাকেন। এর আগে তারা বাঁধার সম্মুখিন হয়েছে। কিন্তু গত ৩ বছর কোন বাধা ছাড়ায় তারা ঈদ উদযাপন করছেন।
Design and developed by zahidit.com