ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জে একটি বেসরকারি হাসপাতাল থেকে সিজারের তিন ঘন্টা পর এক মেয়ে নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যায় শহরের সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের ২০৩ নম্বর কেবিন থেকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম দেয় উপজেলার বলিদাপাড়া গ্রামের ইজিবাইক চালক মনিরুল ইসলামের স্ত্রী শাবানা খাতুন। বিকেলে থেকেই ক্লিনিকে আসা এক যুবতী (বসয় আনুমানিক ২৬ বছর) তাদের সাথে সখ্যতা গড়ে তোলে। ইফতারের সময় প্রসুতী ঘুমিয়ে থাকার আর পরিবারের লোকজন পাশে ইফতার ও নামাজ আদায় করতে গেলে কৌশলে প্রসুতির বোনের কাছ থেকে শিশুটিয়ে নিয়ে পালিয়ে যায়।
নবজাতকটির নানী রহিমা বেগম জানান, বিকেল ৩ টার দিকে তার মেয়ের একটি কন্যা সন্তান হয়। মাগরিবের আযানের সময় হাসপাতালে বসে থাকা এক নারীর কাছে নাতনীকে ধরতে দেন তিনি। এরপর তিনি ওযু করে পাশের একটি কক্ষে নামাজ পড়তে যান। এসে দেখেন সেই মহিলা আর নেই। তার নাতনীকে নিয়ে চলে গেছে।
নবজাতকটির বাবা মনিরুল ইসলাম জানান, অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু এখনো পাওয়া যায়নি। আমি আমার সন্তান ফেরত চাই। যে করেই হোক পুলিশ যেন আমার মেয়েকে খুজে বের করে দেয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটি উদ্ধারে শহরের বিভিন্ন স্থানে পুলিশ পাঠানো হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই শিশুটিকে উদ্ধার করা হবে।
Design and developed by zahidit.com