ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১
হরিণাকুন্ডু প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে হাওয়াতুন নেছা (৫০) নামের এক নারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্য হয়েছে।
বুধবার দুপুরে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে তার মরদেহটি হরিনাকুন্ডু উপজেলার হামিরহাটী গ্রামের গোরস্থানে দাফন করে। নিহত হাওয়াতুন নেছা ওই উপজেলার হামিরহাটী গ্রামের মৃত আনসার আলীর স্ত্রী।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি মারা যান।
তিনি অরো জানান, গত ১২ এপ্রিল করোনার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি অসুস্থ হয়ে গত ১৩ এপ্রিল বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় বুধার সকালে হাসপাতালে মারা যান।
উল্লেখ্যঃ নিহত হাওয়াতুন নেছা স্বামী আনসার আলীর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মারাযান।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন এ পর্যন্ত ৭৩ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো।
Design and developed by zahidit.com