ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মৎস্য খামারীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলাবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ১১ জন মৎস্য খামারীদের মধ্যে মৎস্য খাদ্য, সাবমার্সিবল টিউবওয়েল ও বাইসাইকেল বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু প্রমুখ।
আলোচনা সভা শেষে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়-সংশোধিত) এর রাজস্ব বাজেটের আওতায় কালীগঞ্জ উপজেলার ১১ মৎস্য খামারীদের মাঝে মৎস্য খাদ্য, সাবমার্সিবল টিউবওয়েল ও বাইসাইকেল বিতরণ করা হয়।
Design and developed by zahidit.com