কালীগঞ্জে আগুনে ২০ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

কালীগঞ্জে আগুনে ২০ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়েছে ১৬ জন কৃষকের প্রায় ২০ বিঘা জমির পান। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খর্দ্দরায়গ্রাদের দক্ষিণ মাঠে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন কৃষকের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
ক্ষতিগ্রস্থ কৃষক ওই গ্রামের কৃষ্ণ সেন জানান, দুপুরে তার জমিতে হঠাৎ করেই আগুন ধরে যায়। একে একে পাশের জমিতে আগুন মুহুর্তে ছড়িয়ে পরে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে যায় ওই গ্রামের রতন সেন, পিজুস সেন, সুধীন সেন, রবীন সেন, অসোক দে, হারান সেন, অমল সেনসহ ১৬ জন কৃষকের ২০ বিঘা জমির পানবরজ।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মাঠে আগুন লাগে। এ সময় পান চাষীরা ফায়ার সার্ভিসে খবর দিলে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বিড়ি বা সিগারেটের আগুনে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন তিনি।
খরব পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেন। এসময় কৃষকদের সহযোগিতার আশ্বাস দেন তারা।