ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ৪ জন।
রোববার দুপুরে কালীগঞ্জের ৮ নং ওয়ার্ডের কাশীপুর সরকারি প্রাথমিক ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুরর রহমান জানান, দুপুরে পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান সজল ও আরিফুল ইসলামের সমর্থকদের মধ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজন সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় প্রার্থীর সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জন স্থানীয়ভাবে ও একজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে।
কালীগঞ্জ পৌরসভার রিটার্নি অফিসার মো: রোকনুজ্জামান জানান, ভোটকেন্দ্রের বাইরে একটি ঘটনা ঘটেছে। এতে ভোটে কোন প্রভাব পড়েনি। নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপুর্ণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও বিজিবি ম্যাজিস্ট্র্রেট’র নেতৃত্বে কাজ করে যাচ্ছে।
Design and developed by zahidit.com