ঝিনাইদহের ২ টি পৌরসভা ও ১টি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

ঝিনাইদহের ২ টি পৌরসভা ও ১টি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঝিনাইদহ সংবাদ ডেক্সঃ

ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভা এবং শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচনে আজ সকাল থেকে শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।
এ দুটি পৌরসভায় আওয়ামী লীগ বিএনপিসহ মেয়র পদে ৮ জন প্রার্থী ও শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নি অফিসার মো: রোকনুজ্জামান জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপুর্ণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল পরিমান পুলিশ, র‌্যাব ও বিজিবি ম্যাজিস্ট্র্রেট’র নেতৃত্বে কাজ করে যাচ্ছে।
মহেশপুর পৌরসভার ২২ হাজার ৪’শ ৫০ জন, কালীগঞ্জ পৌরসভায় ৪০ হাজার ৫’শ ৭৭ জন ও শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ২ লাখ ৮৮ হাজার ২’শ ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।