কালীগঞ্জে ঊপজেলা এপেক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

কালীগঞ্জে ঊপজেলা এপেক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ ॥
ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক দূরত্ব বজায় ঊপজেলা এপেক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে (৩ ফেব্রুয়ারি ) সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা কৃষি অফিসার শিকদার মোহায়মিন আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার, কৌশিক খান, ঊপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুজ্জামান, উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার অলিয়ার রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, সাংবাদিক নয়ন খন্দকার, জামির হোসেন। এছাড়াও প্রকল্প এলাকার দুই ইউনিয়নের কৃষক নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনার বাংলা ফাউনন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস।
জেএফজিই এর ফান্ডে শেয়ার দ্য পানেট এ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় সোনার বাংলা ফাউনন্ডেশনের বাস্তবায়নাধীন ‘পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের’ আওতায় উপজেলার নিয়ামতপুর ও সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন এলাকার কৃষকদের এবং উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় এবং প্রকল্পের কাজের অবস্থা ও অগ্রগতি নিয়ে ওয়ার্কশপে আলোচনা করা হয় । এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কি কি ইতিবাচক পরিবর্তন হয়েছে কৃষক নেতারা তা তুলে ধরেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ