ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জে বেদে সম্প্রদায়ের ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সহযোগিতায় ও উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লীতে এ কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আনোয়ার সাঈদ, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান, বেদে সম্প্রদায়ের নেতা হাবিবুর রহমান, মনিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে পুলিশ সুপার বেদে পল্লীর অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
কম্বল পেয়ে খুশি হন অসহায় পরিবারগুলো।
Design and developed by zahidit.com