কোটচাঁদপুর ও হরিণাকুন্ডু পৌরসভার ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

কোটচাঁদপুর ও হরিণাকুন্ডু পৌরসভার ভোটগ্রহণ চলছে
  1. ঝিনাইদহ সংবাদ ডেক্সঃ[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

ঝিনাইদহের হরিণাকুন্ডু ও কোটচাঁদপুর পৌরসভায় শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে এই ভোটগ্রহণ।
দুটি পৌরসভায় মোট ভোটার ৪৪ হাজার ৫৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২১ হাজার ৮৮৭ জন ও নারি ভোটার ২২ হাজার ৬৯৯১ জন। মেয়র পদে প্রত্যেক পৌরসভায় ৪ জন করে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ করতে ২৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৫ প্লাটুন বিজিবি, বিপুল পরিমান পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রোকনুজ্জামান জানিয়েছেন।