ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥ ৯ ডিসেম্বর’২০২০
ঝিনাইদহের কালীগঞ্জে “করোনায় হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা” অংশীজনদের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের আয়োজনে দিনব্যাপী বলিদাপাড়াস্থ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার এসএম শাহীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আসলাম আলী ভুইয়া, নিয়ামপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু, কালীগঞ্জ থানার এসআই সাগর বিশ্বাস, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, সাংবাদিক জামির হোসেন, নয়ন খন্দকার,এম শাহজান আলী সাজু, ইউপি সদস্য মনোয়ারা খাতুন, বীর মুক্তিযোদ্ধা প্রভাত ব্যানার্জী প্রমুখ। অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক তারেক মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো অডিনেটর (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী বিপাশ।
Design and developed by zahidit.com