ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
ঝিনাইদহের কোটচাঁদপুরে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ২টার দিকে সাফদারপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও একটি ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর দক্ষিণাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সাফদারপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নওয়াপাড়াগামী মালবাহী ডাউন ট্রেনটি স্টেশনে ঢোকার সময় খুলনা থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী তেলবাহী কেপি-২১ আপ ট্রেনটি সিগন্যাল ছাড়াই ড্রাইভার ওভারস্যুট করে স্টেশনে ঢুকিয়ে দিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৬টার দিকে ঈশ্বরদী থেকে রিলিভ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, ট্রেন উদ্ধার ও লাইন মেরামত করতে চার-পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে। কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
Design and developed by zahidit.com