ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নবাগত কৃষি অফিসার শিকদার মোহাইমেন আক্তারের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ন কবির উপস্থিত ছিলেন। মতবিনিময়ে কালীগঞ্জের কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ শহিদুল ইসলাম, দৈনিক লোক সমাজ প্রতিনিধি এম শাহজাহান আলী সাজু, নয়াদিগন্ত প্রতিনিধি গোলাম রসুল, মোহনা টিভির প্রতিনিধি সোহেল আহমেদ, কালের কন্ঠ প্রতিনিধি নয়ন খন্দকার প্রমুখ।
মতবিনিময়ের সময় নবাগত কৃষি অফিসার মোহাইমেন আক্তার বলেন, দেশের খাদ্য উৎপাদনে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অল্প জমিতে কৃষকদের অধিক সফল ফলাতে হলে আধুনিক চাষাবাদ করতে হবে। তিনি আরো বলেন, চাষাবাদে শিক্ষিত মানুষদের প্রয়োজন আছে। কৃষি বিভাগ তাদের পাশে থেকে কাজ করতে চাই। তিনি কৃষি বিভাগ ও কৃষকের ইতিবাচক কর্মকা-গুলি তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও তাদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।
Design and developed by zahidit.com