ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতীনের ১০৫’তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বিকেলে তার পৈতৃকভিটা হরিণাকুন্ডু উপজেলার রিশখালী গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে বিপ্লবী বাঘাযতীন একাডেমী।
হরিনাকু-ু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। মুখ্য আলোচক ছিলেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিসা সুলতানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেরেগুল ইসলাম, রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার দে, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক কর্মী সুমন শিকদার।
বক্তারা, বিট্রিশ বিরোধী আন্দোলনে বাঘা যতীদের অবদান ও জীবন দর্শনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এর আগে বিপ্লবী বাঘাযতীন একাডেমীর ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করা হয়।
Design and developed by zahidit.com