ঢাকা ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বালিনগর এলাকা থেকে ফেন্সিডিলসহ খায়রুল ইসলাম ওরফে আসাদুল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করা হয়। আসাদুল মহেশপুর উপজেলার মাথাভাঙ্গাপাড়া গ্রামের নুর বক্সের ছেলে।
ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে বালিনগর এলাকায় ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন’র নেতৃত্বে এস আই সেলিম রেজা, এস আই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট বসায়। এসময় বস্তা মাথায় নিয়ে সীমান্ত এলাকা থেকে আসা ৩ ব্যক্তি পুলিশ গতিরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন বস্তা ফেলে পালিয়ে গেলেও খায়রুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। পরে উদ্ধার করা হয় ৪’শ ৭৫ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
Design and developed by zahidit.com