ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ ॥ ১২ আগস্ট’২০২০
ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এক যুবকের নামে মামলা করেছে মোবারকগঞ্জ চিনিকল কর্তৃপক্ষ। ১১ আগষ্ট রাতে মিল ভান্ডারের জুনিয়র অফিসার জামাল হোসেন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সুজন নামের এক যুবক গত ১০ আগষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ নামের আইডিতে স্ট্যাটাস দেন “কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের ৭০০ টন চিটে গুড় গায়েব”। স্ট্যাটাসটি মিল কর্তৃপক্ষের নজরে আসলে ঘটনাটি অসত্য ভিত্তিহীন উল্লেখ করে এজাহারটি দায়ের করেন। এজাহারে আরো উল্লেখ করেনে, চিটে গুড় গায়েব হওয়ার মতো কোন ঘটনা না ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অসত্য তথ্য প্রচার করায় বাংলাদেশ সরকারের শিল্প প্রতিষ্ঠান তথা ঐতিহ্যবাহি মোবারকগঞ্জ সুগার মিলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সুজন কালীগঞ্জ পৌরসভাধীন বাকুলিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, মঙ্গলবার রাতে মোবারকগঞ্জ চিনিকলের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
Design and developed by zahidit.com