ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরের তৈলটুপি গ্রামের দাউদ হোসেনের ছেলে আরশাফুলের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত সূত্রে প্রকাশ, উপজেলার তৈলটুপি গ্রামের সরকারি রাস্তার দু’ধারে উপজেলা প্রশাসনের লাগালো গাছ কেটে বিক্রি করার অভিযোগ পেয়ে স্থানীয় পুলিশ ফাঁঁড়ির সদস্যরা তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রশাসনকে জানালে গাছগুলো জব্দ করে স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে আরশাফুল জানায়, উপজেলা প্রশাসন তার নিজের জমির উপর গাছ লাগিয়েছে তাই সে উপর মহলে জানিয়ে গাছগুলো কেটে নিয়েছে।
স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, গাছগুলি সরকারী আরশাফুল ঐ গাছের মালিক না। সে অন্যায়ভাবে গাছগুলো কেটেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(কোটচাঁদপুর মার্কেল) মোহাইমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে গাছগুলো উদ্ধার করে স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের হেফাজতে রাখা হয়েছে।
Design and developed by zahidit.com