কালীগঞ্জে মৎস চাষীদের মাছে চেক ও উপকরণ বিতরণ

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

কালীগঞ্জে মৎস চাষীদের মাছে  চেক ও উপকরণ বিতরণ

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জে সিআইজি এবং নন সিআইজি মৎস্য চাষীদের মাঝে চেক ও উপকরণ বিতরন করা হয়ছে। সোমবার সকালে উপজেলা মৎস অফিসের আয়োজনে এসব চেক ও উপকরণ বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ভুপালী সরকার, কালীগঞ্জ ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।

মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা জানান, ২০১৯-২০ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেস-২ প্রোজেক্টের আওতায় সিআইজি এবং নন সিআইজি মৎস্য চাষীদের মাঝে সেচ পাম্প, মাছ পরিবহন গাড়ি বিতরন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ