কোটচাঁদপুরে ৪৮ টি পূজামন্ডপ

প্রকাশিত: ৭:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৭

কোটচাঁদপুরে ৪৮ টি পূজামন্ডপ

বিপুল উৎসাহ, উদ্দীপনা  মধ্যে দিয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এ বছরে ৪৮ টি পূজামন্ডপে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজার মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

পৌরসভার ১৯ টি পূজামন্ডপে ছাড়াও ১নং সাফদারপুর ইউনিয়নে ৬ টি, ২ নং দোড়া ইউনিয়নে ৬ টি, ৩ নং কুশনা ইউনিয়নে ৪ টি, ৪ নং বলুহর ইউনিয়নে ৯ টি, এবং ৫ নং এলাঙ্গী ইউনিয়নের ৪ টি পূজামন্ডপে জাকজমক ও অানন্দঘন পরিবেশে এ বছরে শারদীয় পূজা অনুষ্ঠানটি অনু্ষ্ঠিত হবে বলে কোটচাঁদপুর পৌর পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ও কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক সুবাস কুমার রায় জানান।

 

কোটটচাঁদপুরে পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা নিরাপদে ও মহোৎসবে উদযাপনের লক্ষে কোটচাঁদপুর উপজেলা সুযোগ্য ও সম্মানিত না নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্ব মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতমুলক সভা ১৯ সেপ্টেম্বর কোটচাঁদপুর উপজেলা পরিষদের হল রুমে অনু্ষ্ঠিত হয়।

 

এদিকে কোটচাঁদপুর উপজেলার চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোছাঃ নাজমা খাতুন বলেন ধর্ম যার যার, উৎসব সকলের শ্লোগান কে সামনে নিয়ে কোটচাঁদপুর হিন্দু ধর্মীয় ভাইবোনেরা অানন্দচিওে তাদের উৎসব উদযাপন করবেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ