ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মে ২৮, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট ভাটপাড়া গ্রামের মাঠের মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২টি গাভী মারা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। গাভী ২টির মালিক ওই গ্রামে হারুন অর রশিদ। ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্থ কৃষককে সান্তনা দিতে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার ও পিডিবি’র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এতে গাভীর মালিকের দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানাগেছে, মাঠের মধ্যে স্থাপিত বিদ্যুতের পোলের সাপোর্টের জন্য টানা বাধা তার বৃষ্টির পানিতে ডুবে গিয়ে টানাতেও বিদ্যুতে পরিণত হয়। গরু দুটি এ টানার স্পর্শ করা মাত্রই স্পৃষ্ট হয়ে মারা যায়।
গাভী দুটির মালিক হারুন অর রশিদ জানান, তিনি মাঠে গরু চরিয়ে বিকেল ৫ টার দিকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। মাঠ থেকে ভাটপাড়া নলডাঙ্গা মাঠের মধ্যের একটি বিদ্যুতের পোলের নিকট উঠলে আগে যাওয়া দুটি গাভি তারের স্পর্শে হঠাৎ ছটফট করে মাটিতে পড়ে যায়। তিনি কোন কিছু বুঝে ওঠার আগেই অন্য গরুটি নিয়ে সামনের দিকে এগিয়ে আসলে গরুর সাথে তিনিও কাঁপতে থাকেন। এরপর গরুটি নিয়ে তাড়াহুড়া করে পেছনের দিকে সরে গিয়ে গরুটির সাথে তিনি রক্ষা পান। তবে আগে যাওয়া গাভী দুটি তার চোখের সামনেই ছটফট করতে করতে মারা যায় বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।
Design and developed by zahidit.com