ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ ॥ ১৮ মে’২০২০
৪ মাসের বকেয়া বেতন ভাতার দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক কর্মচারীরা।
রোববার সকালে কারখানা ফটকে তারা বিক্ষোভ সমাবেশ করে। এসময় সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত ৪ মাস কারখানার প্রায় সাড়ে ৮’শ শ্রমিক-কর্মচারী বেতন পাচ্ছে না। এতে মানবেতর জীবন যাপন করছে তারা। সমাবেশ থেকে বেতন-ভাতা পরিশোধের দাবি জানানো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কারাখানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মেইন ফটকে এসে শেষ হয়।
পরে তারা ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পর কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
Design and developed by zahidit.com