কালীগঞ্জে চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০

কালীগঞ্জে চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল ৪০ পিস পার্সোনাল প্রটেকশান ইকুইপমেন্ট (পিপিই) ও ৫০ জোড়া হ্যান্ড গ্লাভস।
শনিবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন ও আরএমও ডা. সুলতান আহমেদের কাছে এ সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহবুবার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, বিএনপি নেতা মোশাররফ হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জিন্নাহ, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর কমিশনার আনোয়ার হোসেন, জবেদ আলী প্রমুখ।
এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন করোনা মহামারীতে চিকিৎসকদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদানকারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ