ঢাকা ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৭
“হিতামপুর শাহী মসজিদ ” শৈলকুপার বিখ্যাত ছয় গম্বুজ শাহী মসজিদ থেকে ২ কিলোমিটার পূর্বে হিতামপুর মৌজায় এর অবস্থান। বাংলার স্বাধীন সুলতান নাসিরুদ্দিন নুসরাত শাহ (১৫১৫-১৫৩৫)-এর আমলে এটি নির্মিত।
২৭ ফুট প্রশস্ত এক গম্বুজযুক্ত এ মসজিদের চারকোনায অষ্টকোন টাওয়ার এবং সারা গাত্রে টেরাকোটা অলংকরণ ছিল। দেয়ালগুলো সাড়ে চার ফুট পুরু এবং পশ্চিম দেয়ালে তিনটি জাঁকালোভাবে অলংকৃত মিহরাব। অনুরূপ আরেকটি মসজিদ হরিহরার গড়েও ছিল।
এ তিনটি মসজিদই শৈলকুপাকে তৎকালে উন্নত ও সম্মৃদ্ধশালী শহর প্রমাণে যথেষ্ট।
দিল্লীর ঐতিহাসিক মিনহাজ সাত’শ বছর আগে লিখেছেন, “কসবা সইলকুপা আগারে গাশত্ জান্নাতুল বিলাদ ই বঙ্গালা”(শৈলকুপা শহরটি বাংলামুল্লুকে স্বর্গসম) মসজিদগুলো শৈলকুপা তথা দেশের গৌরবময় ইতিহাসের অমূল্য সাক্ষী। আসুন এগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা করে রক্ষণাবেক্ষণে এগিয়ে আসি। ধন্যবাদ । ছবি ও লেখা শৈলকুপার কৃতি সন্তান জাতীয় জাদুঘরের পরিচালক ড. মোঃ আলমগীর এর থেকে সংগৃহিত।
Design and developed by zahidit.com