ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
করোনা ভাইরাসে কর্মহীন এক হাজার গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কালীগঞ্জ উপজেলা বিএনপি। রোববার (২৬ এপ্রিল) সকালে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমানের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ এস.এম. মশিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম.এ. মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আয়নাল হাসান ও ইসরাইল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মনা, মিজানুর রহমান লান্টু ও ওহেদ আলীসহ তারেক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী খোকন, কেন্দ্রীয় যুবনেতা জাহিদ হোসেন, স্বপন, শহিদুল ইসলাম প্রমুখ।
বিএনপি’র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কালীগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক ঘোষিত ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় করোনা ভাইরাসে কর্মহীন ১০ হাজার পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেবার অংশ হিসাবে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম. শহিদুজ্জামান বেল্টু ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ এর সার্বিক তত্বাবধানে ত্রাণ সামগ্রী ধারাবাহিকভাবে বিতরণ চলছে।
Design and developed by zahidit.com